অনলাইন ডেস্ক:
স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর বিচার বিভাগ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব দিতে ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহে কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। আগামী ৭ ডিসেম্বরে মধ্যে অংশীজনরা মতামত জানানো যাবে।
শনিবার (২৩ নভেম্বর) বিচার বিভাগ সংস্কারের সচিব কমিশন মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েবসাইটে (www.jrc.gov.bd) বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠী/অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশে পৃথক প্রশ্ন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্ন পূরণ করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মতামত দিতে কমিশন সাধারণ জনগণসহ বিজ্ঞ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট কর্মচারীদের অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা ওই সময়ের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন। তা ছাড়া প্রস্তাবের সফটকপি কমিশনের ই-মেইলে ([email protected]; [email protected]) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) পাঠানো যাবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি