অনলাইন ডেস্ক :
‘ভেঙে যাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জির সংসার’ বেশ কয়েকদিন ধরেই এমন গুঞ্জন চলছে। মূলত এই তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ার দুটি পোস্টকে কেন্দ্র বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। গুঞ্জনের এই সময়টা মিথিলা ছিলেন ব্যাংককে আর মুম্বাইয়ে রয়েছেন সৃজিত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মিথিলা। ব্যাংকক থেকে কলকাতায় ফিরে একটি ওটিটি প্লেকে মিথিলা বলেন, ‘সামাজিকমাধ্যমে আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন।’ মিথিলা বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। এ কথা শুনে আমি তো হতবাক। কারণ কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি।’ বিয়েবিচ্ছেদের এই গুঞ্জনকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন মিথিলা। তিনি বলেন, ‘আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটি মেয়ে আছে, সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকা পড়েছিলাম। আমি জানি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে, এটা ঠিক নয়। ’২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা ও ভারতীয় বাংলা সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জি। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল