অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের বিগ টেক বিজনেস জায়েন্ট আমাজনকে অ্যান্টিট্রাস্ট আইনে প্রায় ১.১ বিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিগ টেক বিজনেস জায়েন্ট অ্যামাজনকে প্রায় ১.১ বিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির অর্থ আদালত। গত বৃহস্পতিবার ইতালির অর্থ ও বাণিজ্য নীতিনির্ধারকরা এই ঘোষণা দেন। আন্তর্জাতিক বাজারে নিজস্ব আধিপত্যের অপব্যবহারের অপরাধে “অ্যান্টিট্রাস্ট” আইন ভঙ্গের অভিযোগে এই জরিমানা করা হয় বিশ্বের প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান আমাজনকে। এই বিশাল অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকার সমপরিমাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট আমাজনকে অ্যান্টিট্রাস্ট অপরাধে প্রায় ১.১ বিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়। মার্কিন এই বিগ টেক কোম্পানির বিরুদ্ধে বাজারে আধিপত্যের অপব্যবহারের অভিযোগে গত বৃহস্পতিবার এই বিশাল অর্থ জরিমানা করা হয়। ইতালির ব্যবসা ও অর্থনৈতিক পর্যবেক্ষণকারী সংস্থার অভিযোগ ” আমাজন তার নিজস্ব লজিস্টিক পরিষেবার প্রচার করে, তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। পর্যবেক্ষকরা বলেন তৃতীয় পক্ষের বিক্রেতারা, যারা অ্যামাজনের লজিস্টিক পরিষেবা ব্যবহার করেন না, তাদের দৃশ্যমানতা ও বিক্রি বৃদ্ধির প্রয়োজনীয় সুবিধা পাওয়ার সেট থেকে, কৌশলে বাদ দেয় আমাজন, যা অ্যান্ট্রিট্রাস্ট আইনে সরাসরি অপরাধ। এ ছাড়া আমাজন তাদের বিশ্বস্ত এবং উচ্চমানের গ্রাহকদের আমাজন প্রাইম প্রোগ্রাম ব্যবহারের সুযোগ দেয় যা বিধিবহির্ভূত। গত বৃহস্পতিবার দুপুরের পর আমাজনের বিরুদ্ধে বিশাল এই অর্থ জরিমানার খবর আসার পর, এক বিবৃতিতে আমাজন জানান” প্রস্তাবিত জরিমানা এবং প্রতিকারগুলো অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ। আমাজন এ বিষয়ের সঙ্গে দৃঢ়ভাবে একমত নয়, তাই তারা আপিল করবেন বলে জানিয়েছেন। এর প্রতিউত্তরে ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের মনিটরিং দ্বারা পর্যবেক্ষণ ও পর্যালোচনা সাপেক্ষে আমাজনের ওপর ব্যবস্থা আরোপ করেছে ইতালি। গত দুই সপ্তাহ পূর্বে ইইউ ব্যবসায়ী আইন লঙ্ঘনের অভিযোগে আমাজনকে ৬৮.৭ মিলিয়ন ইউরো জরিমানা করে ইউরোপীয় ইউনিয়ন। একই আইনে অ্যাপলকে ১৩৪.৫! মিলিয়ন ইউরো জরিমানা করে ইইউ পার্লামেন্ট। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে এই সংক্রান্ত একটি আইন পাস হয়, যার মাধ্যমে আমাজন, ফেসবুক, গুগল, অ্যাপেলের মতো বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ কাঠামোতে নিয়ে আসা যাবে। ইতালির মতো ইতঃপূর্বে নেদারল্যান্ডস, ফ্রান্সসহ অনেক ইইউ দেশ আমাজন, অ্যাপের ও বিটস পণ্যের নিয়মবহির্ভূত বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোকে জরিমানা করা হয়। এই তালিকায় আরও রয়েছে কোরিয়ান কোম্পানি স্যামসাংও।
আরও পড়ুন
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ী ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩