জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, ১/ পাহাড়পুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ইয়াহিয়া খন্দকার,(৫১), ২/ পাহাড়পুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫২), ৩/একই ইউনিয়নের খাটিংগা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে কামাল মিয়া (৩৫) ও ৪/ ঘিলামুড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে তৌহিদ মিয়া (৫০).
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোঃ হাসান এর দিক নির্দেশনায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করব জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা মো: হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা