জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে, এতে দুজন নিহত এবং দুজন আহত।
নিহতরা হলেন, আবুল কালাম আজাদ(২৮) সুবর্ণচর নোয়াখালী ও তারেক( ২৫ )পিতা মাহবুব মিয়া দক্ষিণ বিজয়নগর সীতাকুন্ড চট্টগ্রাম।
আহতরা হলেন, ড্রাইভার কারিমূল (৩০) ও হেলপার মমিন আলী (২৫). উভয়ে শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ১ আগস্ট সোমবার বিকাল ৩,৪০ মিনিটে ট্রাক ও কাবার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে উভয় ট্রাক রাস্তার পূর্ব সাইডে গভীর খাদে চলে যায় এতে ট্রাকের সামনের দুই চাকা ভ্যান গাড়ির নিচে আটকা পড়ে থাকে, তারা আরো জানান কাবার্ড ভ্যান গাড়ির ড্রাইভার এবং হেলপার উভয় নিহত হয়েছে। ট্রাকের হেলপার ও ড্রাইভার আহত হয়ে ভাগ্যচক্রে প্রাণে বেঁচে যায়।
উক্ত দুর্ঘটনার খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে গিয়েছেন আসেন।
সরাইল ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সুবলচন্দ্র দেবনাথ উক্ত নিহত ও আহতদের নাম ঠিকানা নিশ্চিত করেন, তিনি আরো জানান এ সময় দীর্ঘক্ষণ ঢাকার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন