জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ১১ এপ্রিল রাতের শেষভাগে এর ঝড় আরম্ভ হয় এতে করে উপজেলার সিংগারবিল ইউপি ব্যতীত ৯ টি ইউনিয়নের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাছপালা উপড়ে, ঝড়ে বাড়িঘরে পড়ে যায়, ঘর পড়ে গাছের ডালপালা ভেঙে অনেক মানুষ আহত হয়েছে, বিদ্যুতের বেশ কিছু খুটি ভেঙে পড়ায় শেষ রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলার পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম জানান গত রাতের প্রচন্ড ঝড়ে উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় ৩ থেকে ৪ শত গাছ ভেঙ্গে পড়েছে এসব গাছ ভেঙে বিদ্যুৎ খুঁটির উপর পড়ায় ২০ খুটি ,প্রায় ১৫০ টি বিদ্যুতের মিটার ,২০টি ট্রান্সফর্মার বিকল , প্রায় ৪৫ টি স্পটে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। তিনি আরো জানান এসব ক্ষতির কারণে আগামীকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুরোপুরি চালু করা সম্ভব হবে ।
শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক জায়গায় ধান গাছ নিয়ে গেছে আর অনেক জায়গায় শিলাবৃষ্টিতে পাকা ধান মাটিতে পড়ে গেছে এবং ধান গাছ হয়ে গেছে মাটিতে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২