ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে তদন্ত কমিটিকে বগি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
তিনি জানান, আহত যাত্রীদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত