December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 16th, 2025, 7:21 pm

বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

 

১৯৭১ সালের যুদ্ধে ভারতের সশস্ত্রবাহিনীর ভূমিকার প্রশংসা করলেও বিজয় দিবসের পোস্টে বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের কোনো উল্লেখ রাখেননি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টেও বাংলাদেশ প্রসঙ্গ অনুপস্থিত থাকায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্রবাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষা করার সময় তাদের বীরত্ব, নিষ্ঠা এবং অটল সংকল্প দিয়ে বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘তাদের অদম্য সাহস, সংগ্রাম এবং সর্বোচ্চ ত্যাগ সর্বদা প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

তবে রাহুল গান্ধীর এই বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিবাহিনী বা স্বাধীনতা সংগ্রামের কোনো উল্লেখ ছিল না।

এর আগে একই দিন সকালে এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল।’

মোদি আরও বলেন, ‘তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের একটি মুহূর্ত খোদাই করে রেখেছে। এই দিন তাঁদের বীরত্বকে স্যালুট জানায় এবং তাঁদের অতুলনীয় চেতনার কথা মনে করিয়ে দেয়।’

ভারতের প্রধানমন্ত্রীর এই পোস্টেও বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনুপস্থিত ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালেও বিজয় দিবসে দেওয়া এক পোস্টে মোদি একইভাবে ১৯৭১ সালের যুদ্ধকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছিলেন, সেখানেও বাংলাদেশের ভূমিকার কথা আসেনি।

এনএনবাংলা/