অনলাইন ডেস্ক :
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিজয়া দশমীতে আগামী বুধবার এনটিভিতে রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শারদ প্রাতে’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিম তটিনী, মিলি বাশার, মোহাম্মদ বারী প্রমুখ। নাটকে জয়া চরিত্রে তানজিম তটিনী ও রাহুল চরিত্রে এফ এস নাঈম অভিনয় করেছেন। নাটকের গল্প এমন-জয়া তার বাবা বরুণ চৌধুরীর সাথে থাকে ঢাকায়। জয়ার বুটিকের বিজনেস। হোলসেল ও বিদেশে এক্সপোর্ট করে। বাবা বিয়ে দিতে চান অনেক দিন। কিন্তু জয়া বিয়ের ব্যাপারে একদমই রাজি না। পাঁচ বছর আগে জয়া হঠাৎ করে বদলে গেছে, বাবার সঙ্গে খুব সহজ সম্পর্ক হলেও এখন আর সবকিছু বলে না। সবচেয়ে বড় পরিবর্তন সে ঠাকুরঘরে আর যায় না। পূজা-অর্চনা করে না। কোথায় যেন একটা অভিমান অথবা রাগ। হঠাৎ করে মহালয়ার দিনে বাবার বোন সুরভী তার ছেলে রাহুলকে নিয়ে আসে অস্ট্রেলিয়া থেকে। উদ্দেশ্য রাহুলের বিয়ে। এক মাসের ছুটিতে এসেছে, যেভাবে হোক রাহুলের বিয়ে হতে হবে এ সময়ে। তারা বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করে। কিন্তু রাহুলের আগ্রহ যেন জয়ার প্রতি। আর জয়ার সব অনাগ্রহ রাহুলের প্রতি। কিন্তু ক্রমশ বের হয়ে আসে আসল ঘটনা। নাটকের বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দা ও ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব