অনলাইন ডেস্ক :
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশকে (বিটিআরসি) ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কর্তনপূর্বক ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছে রাষ্ট্রায়ত্ত সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রোববার (১২ সেপ্টেম্বর) বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের কার্যালয়ে বিটিআরসি ও বিটিসিএল-এর ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এ-সংক্রান্ত চেক হস্তান্তর হয়েছে। সরকারের অডিট অধিদপ্তর কর্তৃক বিটিআরসির ২০১৬-১৭ হতে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যুভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক, বিটিসিএল-এর কাছে ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯.৪০ কোটি টাকা বকেয়া রয়েছে মর্মে আপত্তি জানানো হয়। এ প্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এছাড়া, বিটিসিএল-এর আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএল সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা এ অডিট আপত্তির দাবিনামার চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান ছাড়াও কমিশনের ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো. মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো. জহিরুল ইসলাম, বিটিসিএল-এর মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ এবং বিটিসিএলের মহাব্যবস্থাপক (ফিন্যান্স) মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না: ভোক্তার ডিজি
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
পাঁচ বছর বিরতির পর জাহাজ রপ্তানিতে ফিরলো ওয়েস্টার্ন মেরিন