এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাটঃ
‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে জয়পুরহাটে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এ বিতর্কিত ব্যক্তির হাতে সম্মাননা স্মারক প্রদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার তিনজন সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীর পরিবারকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তারা হলেন কানাডা প্রবাসী মফিজ উদ্দিন প্রামানিক, সাইফুর রহমান ও কুয়েত প্রবাসী সানাউল ইসলাম।
তবে প্রবাসী সাইফুর রহমানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম মাহফুজ চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিমুল। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অনেকে এটিকে ‘পুরস্কার রাজনীতিকরণ’ বলে মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে সাইফুর রহমানের বোন সায়দা ফেরদৌস টফি জানান, তার অনুরোধেই কামরুন নাহার শিমুল সম্মাননা গ্রহণ করেছেন। এতে তাদের পরিবারের কোনো ভুল নেই।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন বলেন, “ব্যাংকের তথ্য অনুযায়ী তালিকা তৈরি করে সম্মাননা দেওয়া হয়েছে। যিনি সম্মত হয়েছেন, তাকেই দেওয়া হয়েছে।”
জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরী বলেন, “পুরো আয়োজন ছিল অফিসিয়াল তথ্যের ভিত্তিতে। সম্মাননা গ্রহণকারী তালিকায় আওয়ামী লীগ নেত্রীর নাম ছিল না। কে বা কারা তাকে দাওয়াত দিয়েছে, তা আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না।”
এদিকে, চলতি বছরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ও সিআইপি ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম শুরুতে আমন্ত্রিত থাকলেও পরে তার আমন্ত্রণ বাতিল করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে আরও ক্ষোভ ছড়ায় সামাজিক মাধ্যমে।
জানতে চাইলে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, “সিআইপি আমিনুর ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু জেলা প্রশাসনের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সেই দাওয়াত বাতিল করতে হয়েছে।” তিনি আরও জানান, “অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার স্পষ্ট বলেছেন—এই প্রোগ্রামে সিআইপিকে রাখা যাবে না। তবে তাকে নিয়ে আলাদা একটি অনুষ্ঠান করা হবে।”
জেলা প্রশাসনের একাধিক সূত্র বলছে, অন্যান্য রেমিট্যান্স যোদ্ধা পরিবারের সাথে যোগাযোগ না করলেও শুধুমাত্র আমিনুর ইসলামের বিষয়ে জেলা প্রশাসন থেকে খোঁজখবর নেওয়া হয়—এ বিষয়টি ‘পক্ষপাতমূলক আচরণ’ হিসেবে অনেকে দেখছেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, গত এক বছরে জয়পুরহাট জেলার ওই তিন প্রবাসী মিলে মোট ১ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৪৯ টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
রেমিট্যান্স যোদ্ধা দিবসে আমিনুর ইসলামকে উপেক্ষা ও বিতর্কিত রাজনৈতিক পরিবারের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার ঘটনায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে—সরকারি আয়োজন কি তবে রাজনৈতিক প্রভাবেই পরিচালিত হচ্ছে?
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে প্রকল্প থাকলেও দেখা মিলেনি কালভার্টের
ঘরে ঘরে সৎ নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিন: গোলাম কুদ্দুস
প্রতারক টিপুর ফাঁদে নিঃস্ব নওয়াপাড়ার অর্ধশতাধিক ব্যবসায়ী