November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 6:07 pm

বিতর্কের জেরে মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি

 

বিএনপি মাদারীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করার একদিনের মধ্যে বিতর্কের কারণে তা স্থগিত করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

কিন্তু “অনিবার্য কারণবশত” মাদারীপুর-১ আসনের মনোনয়ন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।

মনোনয়ন ঘোষণার পরপরই আসনটি নিয়ে উত্তেজনা দেখা দেয়। মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা প্রতিক্রিয়া দেখায়, যার মধ্যে রয়েছে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এতে যান চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলের শীর্ষ নেতা, মন্ত্রী ও সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক আরও তীব্র হয়। এইসব কারণে অবশেষে ভাসাবির মনোনয়ন স্থগিত করা হয়।

এনএনবাংলা/