March 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 6th, 2025, 12:27 pm

বিদায় বললেন ফেসবুকে, মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে

ওয়ানডেকে বিদায় বলা মুশফিকুর রহিম গার্ড অব অনার পেলেন মিরপুরে মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স ম্যাচে সংগৃহীত

অনলাইন ডেস্ক:

প্রায় দুই দশকের ক্যারিয়ার। অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও থাকবে মুশফিকুর রহিমের। অথচ কাল তিনি কি না এই সংস্করণের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে টি-টুয়েন্টি ক্রিকেটকেও একইভাবে বিদায় বলেছিলেন মুশফিক।

বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই। রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকও ব্যতিক্রম হতে পারেননি। তবে তার বিদায়ের ওই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের পর মুশফিকুর রহিম২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের পর মুশফিকুর রহিম এএফপি

ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন। তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তাঁরাও।

ওয়ানডেতে বর্ণিল এক ক্যারিয়ারেরই ইতি টেনেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ২৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই।