অনলাইন ডেস্ক :
নেটফ্লিক্স ইন্ডিয়া সম্প্রতি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে। ক্যাপশনে ছিল, ‘আমরা ওদের সঙ্গে এক হয়ে হেসেছি, কেঁদেছি। এবার তাদের বিদায় জানানোর পালা। তবে তার আগে এক প্লেট মোমো-বিরিয়ানি খেয়ে উদযাপন করা উচিত, তাই না?’ শেষবারের মতো নেটফ্লিক্সের পর্দায় আসতে চলেছে ধ্রুব-মিথিলার কাহিনি। ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে বহুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘লিটল থিংস’-এর চতুর্থ ও শেষ সিজন। নেটফ্লিক্সের তরফে একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে এমনটাই। এই সিজনেও প্রধান চরিত্রে দেখা যাবে ধ্রুব শেহগাল ও মিথিলা পালকরকে। এই সিরিজে এক মধ্যবিত্ত প্রেমিকযুগলের সম্পর্ক, ক্যারিয়ার ও তাদের টানাপড়েনের গল্প দেখানো হয়েছে। দ্রুত জনপ্রিয়তা লাভ করে এটি। কী দেখা যাবে শেষ সিজনে? নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, ‘গোটা সিজনজুড়েই কমিটমেন্ট, স্বাস্থ্য, পরিবার নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে দেখা যাবে ওই জুটিকে।’ জনপ্রিয় এই সিরিজের প্রযোজক ডাইস মিডিয়া। প্রথম সিজন ইউটিউবে বিনামূল্যে ছাড়া হয়েছিল। তুমুল জনপ্রিয়তা পাওয়ায় তা চলে যায় ওটিটি প্ল্যাটফর্মে। ডাইস মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা চাই একগাল হাসি নিয়ে দর্শক এই সিরিজকে বিদায় জানাক। মিথিলা ও ধ্রুব দুইজনেই খুব ভালো কাজ করেছেন।’ দর্শকরাও দারুণ উচ্ছ্বসিত, প্রিয় যুগলের শেষ পরিণতি কী হতে যাচ্ছে তা জানতে অধীর আগ্রহে বসে আছেন তারা! সূত্র: দ্য হিন্দু
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত