January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 12th, 2021, 7:59 pm

বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক :

বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রজকীয় এক ফরমানে এ-সংক্রান্ত আইনের অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসা, বিজ্ঞান, সাংস্কৃতিক, খেলাধুলা ও কারিগরি ক্ষেত্রে বিশেষ দক্ষদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। দেশটির ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩০ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের কট্টর রক্ষণশীল দেশটিকে বিভিন্ন ক্ষেত্রের দক্ষ পেশাদারদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ার লক্ষ্য রয়েছে সৌদি কর্তৃপক্ষের। এর আগে ২০১৯ সালে সৌদি আরব এক ঘোষণায় জানায়, বেশ কয়েকটি পেশায় দক্ষদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করা হবে। ওই বছর সৌদি আরবের শুরা কাউন্সিল বিদেশিদের জন্য রেসিডেন্ট পারমিট দেওয়ার বিধান রেখে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছিল। এর দুই বছরের মাথায় এবার বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন করল রিয়াদ। সৌদি সরকারের এক টুইটার বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়, সৌদি আরব বিজ্ঞানী, বুদ্ধিজীবী, উদ্ভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে দেশটিকে বৈচিত্র্যময় কেন্দ্রে পরিণত করতে এ সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব এমন বৈচিত্র্যপূর্ণ দেশ হবে যা নিয়ে আরব বিশ্ব গর্ব করবে।