July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 4th, 2025, 3:21 pm

বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতাকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী

 

দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে। তারই অংশ হিসাবে এবার কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা খোকনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

গ্রেপ্তার খোকন মিয়া (৫৫) পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টায় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সেনা সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, চাঁনপুর এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। পরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন পিস্তলটি খোকন মিয়ার। বিভিন্ন সূত্র থেকেও নিশ্চিত হওয়া যায় অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার খোকন মিয়ার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।