August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 11:35 pm

বিদেশি নাগরিকের ‘ফোন ফিরে পাওয়ার আকুতি’, পুলিশ বলছে ‘খোঁজ চলছে’

খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আকুতি জানানো এক বিদেশি নাগরিকের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর ‘খোঁজ চলছে’ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, ভিডিওটি শনিবারের এবং ভুক্তভোগী ওই ব্যক্তি চীনের নাগরিক। তবে ভুক্তভোগী বা অন্য কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

তাই ভিডিওর সূত্র ধরেই ‘স্বপ্রণোদিত হয়ে’ ঘটনার রহস্য উদঘাটনের ‘চেষ্টার’ কথা বলেছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, “কিছু চীনা নাগরিক প্রায়ই ট্রেনের ছাদে ওঠে ব্লগ বা ভিডিও করেন। তাদেরকে এ বিষয়ে অনেকবার সতর্ক করা হয়েছে।

“আমাদের ধারণা ওই চীনা নাগরিকও ট্রেনের ছাদে উঠে ভিডিও করছিলেন, তখন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে।”

কেউ অভিযোগ না করায় পুলিশ ওই ভিডিও দেখে বিষয়টি জানতে পারে বলে জানান তিনি।

ফেইসবুকে ছড়িয়ে পড়া নয় সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, বিদেশি ওই নাগরিক স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষকে লক্ষ্য করে নিজের মোবাইল সংক্রান্ত কিছু একটা বলছিলেন। এ সময় তার আশপাশে মানুষের ভিড় দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। দিনের বেলা বিদেশি নাগরিকের ‘মোবাইল ছিনতাই’ হওয়ায় অনেকে সমালোচনাও করেছেন।

ওসি জয়নাল আবেদীন বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, ওই চীনা নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি সহজ হতো।

“তবে আমরা বিমানবন্দর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছি।”