অনলাইন ডেস্ক :
বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ফের প্রাণঘাতী করোনাভাইরাসের বিধিনিষেধ আরোপ করেছে থাইল্যান্ড। আজ সোমবার থেকে বিদেশি যাত্রীদের জন্য করোনা-১৯ প্রবেশ নিয়ম চালু হচ্ছে। দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর স্ট্রেইট টাইমসের।সম্প্রতি চীনের করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। দেশটিতে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। যদিও দেশটি এমন অভিযোগ অস্বীকার করেছে। চীন থেকে আগত যাত্রীদের নিয়ে শঙ্কার জেরেই এমন ব্যবস্থা নিচ্ছে থাইল্যান্ড। প্রতিবেদনে বলা হয়েছে, থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় চীনা পর্যটকদের নিরাপদে স্বাগত জানানোর উপায় খুঁজছে। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু চীনকে লক্ষ্যবস্তু না করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বিদেশ থেকে আগত সবাইকে প্রমাণ করতে হবে, তাদের টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রাপ্তবয়স্কদের অবশ্যই কমপক্ষে দুটি টিকা দেওয়া বা জুলাই থেকে ভাইরাস থেকে মুক্ত হয়েছেন- এমন প্রমাণ দেখাতে হবে। যারা টিকা দেননি- এমন পর্যটকদের মেডিকেল রিপোর্ট দেখাতে হবে। দেশটিতে এ নিয়ম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, থাইল্যান্ডে আগমনের জন্য কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন, এমন দেশগুলোর নাগরিকদের অবশ্যই তাদের থাকার সময় স্বাস্থ্যবীমা থাকতে হবে।
আরও পড়ুন
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ৪ বছর
বাংলাদেশি শ্রমিকদের দেওয়া হবে মাল্টিপল এন্ট্রি ভিসা: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
নরওয়েতে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু