December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 30th, 2025, 12:36 am

বিদেশে ৬১ কোটি টাকা পাচার: রিক–রনসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

 

ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ৬১ কোটি ৫৩ লাখ টাকা পাচারের অভিযোগে সিকদার গ্রুপের মালিক ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হক সিকদার এবং তার ভাই রন হক সিকদারসহ ২৪ জনের বিরুদ্ধে দুইটি মামলায় চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ অক্টোবর) দুদক কমিশন চার্জশিট দুটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম। শিগগিরই তদন্ত কর্মকর্তা চার্জশিট আদালতে পেশ করবেন।

দুদক জানায়, ২০২৪ সালের ৩১ মার্চ দায়ের করা দুটি মামলার একটিতে রিক হক সিকদার ন্যাশনাল ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ডের মাধ্যমে ২১ কোটি ৫৩ লাখ টাকা পাচার করেছেন। অপর মামলায় রন হক সিকদার একই ব্যাংকের সাতটি ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে ৫০ কোটি টাকা পাচার করেন।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান মামলাগুলোর তদন্ত করে চার্জশিট প্রস্তুত করেছেন।

চার্জশিটে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে রিক হক ও রন হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের Guidelines for Foreign Exchange Transactions (GFET)-2018 এবং Prudential Regulations for Credit Cards (Regulation-13) লঙ্ঘন করে ক্রেডিট কার্ডের লিমিটের অতিরিক্ত মার্কিন ডলার ব্যয় করেন।

রিক হক সিকদারের ক্ষেত্রে অতিরিক্ত ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) এবং রন হক সিকদারের ক্ষেত্রে ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) বিদেশে পাচার করা হয়।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়, পাচারকৃত অর্থ পরবর্তীতে বৈধতা দিতে তারা অর্থ স্থানান্তর, রূপান্তর ও গোপন করার মাধ্যমে দুর্নীতি দমন আইন, ১৯৪৭-এর ৫(২), দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করেছেন।

চার্জশিটভুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আবদুল বারী, সাবেক ডিএমডি এম এ ওয়াদুদ, সাবেক এমডি এ এস এম বুলবুল, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুর রহমান, সাবেক সিনিয়র এভিপি উজ্জ্বল কুমার পাল, ভাইস প্রেসিডেন্ট সুবীর চন্দ্র কর, এ এন এম আহসান হাবিব, তারিকুল ইসলাম খানসহ আরও অনেকে।

আদালতে চার্জশিট গ্রহণের পর রিক ও রন হকসহ দুই মামলার মোট ২৪ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

এনএনবাংলা/