গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছুরি দিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।
পরে হামলাকারী জান্নাতি আকতারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক জান্নাতি আকতারের বাড়ি সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামে।
আহত চার শিক্ষার্থী হলেন- ষষ্ঠ শ্রেণির মোহনা, মিতু, সেতু ও রাবেয়া।
সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন সুভন বলেন, স্কুল চলাকালীন হঠাৎ জান্নাতি ক্লাসে ঢুকে পড়ে ছাত্রীদের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করতে থাকে। এতে আহত হয় চার শিক্ষার্থী।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, হামলাকারী ওই নারী মানসিক রোগী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত শিক্ষার্থীরা সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসাধীন।
——ইউএনবি
আরও পড়ুন
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
ফকিরাপুলে গরম পানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩