বাংলাদেশ সরকারের কাছে ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পাওনা পরিশোধের জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বকেয়া আদায়ের বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে পাঠানো ওই চিঠিটি ইতোমধ্যে তাঁর দপ্তর থেকে বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে গৌতম আদানি উল্লেখ করেছেন, “আদানি পাওয়ারের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি অনুযায়ী ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আমরা এ পর্যন্ত প্রাপ্ত অর্থপ্রদানের জন্য কৃতজ্ঞতা জানাই—বিশেষ করে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পাওয়া অর্থ আমাদের বকেয়া আংশিকভাবে কমাতে সহায়তা করেছে। এতে জ্বালানি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম চালাতেও কিছুটা স্বস্তি এসেছে।”
তবে আদানি জানান, এখনো প্রায় ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়ে গেছে, যা পরিশোধে বিলম্ব হওয়ায় তাদের ঋণদাতা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র জানায়, গত জুন মাসে ৩১ মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলার বকেয়া একসঙ্গে পরিশোধ করেছিল বাংলাদেশ, যা এতদিনে কোম্পানিটির সর্বোচ্চ এককালীন অর্থপ্রাপ্তি ছিল।
বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে আলোচনা চলছে। কীভাবে ও কোন প্রক্রিয়ায় পরিশোধ করা হবে, তা নির্ধারণে কাজ চলছে। কর্মকর্তারা আরও জানান, গত জুলাইয়েই আদানির আগের সব বকেয়া পরিশোধ করা হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি