October 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 7:37 pm

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনস্টেবলের

 

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম (৩২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম ওই গ্রামের মৃত শাহ আনোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট জেলার কালাই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শনিবারই তার ঢাকায় গিয়ে নৌ পুলিশে যোগ দেওয়ার কথা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন মোছা. সাম্মী আক্তার বলেন, “ভাই নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। আমরা কেউই তা মেনে নিতে পারছি না।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, ঘটনাটি নিয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনএনবাংলা/