January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 7th, 2021, 9:48 pm

বিধিনিষেধ লঙ্ঘন করায় সাত দিনে ৪১৩৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমণ রোধে সারা দেশে সপ্তম দিনের মতো চলছে কঠোর লকডাউন। বিধিনিষেধ লঙ্ঘন করায় গত সাত দিনে চার হাজার ১৩৯ জনকে ডিএমপি অধ্যাদেশ আইনে একশ থেকে তিনশ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দেন আদালত। এর মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় ৭৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জরিমানার টাকা দিতে না পারায় ২৪৯ জনকে এক বা দুই ঘণ্টা হাজতবাস শেষে ক্ষমা করে দেন আদালত। গতকাল বুধবার লকডাউনের সপ্তম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৫৫৬ জনকে একশ টাকা করে জরিমানা করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় ২৬ জনকে হাজতবাস শেষে ছেড়ে দেন। আদালত থেকে পাওয়া তথ্যমতে, কঠোর বিধিনিষেধের সাত দিনে চার হাজার ১৩৯ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ২৬৩ জন, গত শুক্রবার ৬২৯ জন, গত শনিবার ৬০৭ জন, গত রোববার ৬৩৬ জন, গত সোমবার ৬৯০ জন, গত মঙ্গলবার ৭৫৮ জন ও গতকাল বুধবার ৫৫৬ জনকে জরিমানা করা হয়। এদের মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় গত বৃহস্পতিবার ৩ জন, গত শুক্রবার ৫৪ জন ও গত শনিবার ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত রোববার জরিমানার টাকা দিতে না পারায় ৯৩ জন, গত সোমবার ৭০ জন, গত মঙ্গলবার ৬০ জন ও গতকাল বুধবার ২৬ জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত। আদালত চলাকালীন তারা হাজতবাস করেছেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানা থেকে ৫৫৬ জনকে আদালতে আনা হয়েছে। তাদের ডিএমপি অধ্যাদেশ আইনে একশ টাকা করে জরিমানা করেন আদালত। এদের মধ্যে ২৬ জন জরিমানার টাকা দিতে না পারায় এক ঘণ্টা হাজতবাস করার পর তাদের ছেড়ে দেন।