January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 30th, 2022, 2:21 pm

বিধ্বস্ত নেপালি বিমানের সন্ধান, ১৪ লাশ উদ্ধার

নেপালের পাহাড়ে নিখোঁজ হওয়া ২২ জনকে বহনকারী একটি বিমানের ধ্বংসাবশেষ সোমবার একটি পাহাড়ে ছড়িয়ে-ছিটানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে কাউকে জীবিত পাওয়া যায়নি। এর মধ্যে ১৪ লাশ উদ্ধার হয়েছে। কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।

কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে পোখরা থেকে যাত্রা করা তারা এয়ারলাইন্সের বিমানটি ২০ মিনিটের নির্ধারিত ফ্লাইটে জোমসোমের পাহাড়ি শহরে যাওয়ার কথা ছিল। টার্বোপ্রপ টুইন অটার বিমানটি গভীর গিরিখাত এবং পাহাড়ের চূড়ার একটি এলাকায় পৌঁছার পর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেনাবাহিনী বলেছে, পোখরা শহর থেকে উড্ডয়নের পর জোমসোমের পাহাড়ি শহর মোস্তাং জেলার সানোসওয়ারে বিমানটি বিধ্বস্ত হয়।

টুইটারে সেনাবাহিনীর পোস্ট করা দুর্ঘটনাস্থলের একটি ছবিতে দেখা গেছে, পাহাড়ের চারপাশে বিমানের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, একটি সেনা হেলিকপ্টার ও ব্যক্তিগত হেলিকপ্টার অনুসন্ধানে অংশ নিয়েছে।

এর চেয়ে বেশি কিছু তথ্য তারা আর দিতে পারেনি।