January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 2:58 pm

বিনামূল্যে অসহায় ও দুস্থদের মধ্যে ভিবিডি’র পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট:

স্বনির্ভর সমাজ গড়ার লক্ষ্যে এবং দারিদ্র্য মুক্ত সমাজ গড়তে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ভোলা জেলার অর্থায়নে সিলেট জেলার বাস্তবায়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ফাজিল চিশত এলাকায় অসহায় দুস্থদের মধ্যে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কাজ করছে পুরো বাংলাদেশ। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ পাশে দাঁড়ায়। অসহায় মানুষদের মধ্যে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। করণা মহামারীর সময় খাদ্য ঘরে ঘরে খাদ্য পৌঁছানো। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ সিলেট শাখার খাদ্য ওষুধ সহ নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়েছে। অসহায় হতদরিদ্র বাচ্চাদের শিক্ষা লাভে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য তারা বিভিন্ন শিক্ষা সামগ্রী নিয়ে কাজ করেন

এ সময় উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সিলেট বিভগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার হাসান, সিলেট জেলার সহ সভাপতি আয়শা পারভীন, কোষাধ্যক্ষ নাজমুন নাহার শিমু, প্রজেক্ট অফিসার আদহান আফ্রিদি, ভোলা জেলার সাধারণ সম্পাদক আল জোবায়ের, কোষাধ্যক্ষ খালেদ বিন কবির, ও সকল ভলান্টিয়ারবৃন্দ।