April 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 29th, 2025, 12:22 pm

বিনা উইকেটে ১০০ পার করে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ক্রিকেট ভক্তরা তো এমন শুরুই চান বাংলাদেশের। যেখানে উদ্বোধনী জুটিতেই রানের একটি ভিত গড়ে তুলবে বাংলাদেশ। বড় সংগ্রহের আভাস দেবেন ওপেনাররা। উদ্বোধনীতে সেই জুটি হতে পারে ১০০ রানের বা তার বেশি। চট্টগ্রামে আজ মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ভক্তদের প্রত্যাশিত তেমনই একটি জুটি করেছেন বাংলাদেশ দলের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়।

২৬ ওভারের খেলা শেষে ১০৫ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। সাদমান হাঁকিয়ে ফেলেছেন ফিফটি। বাঁহাতি এ ব্যাটার অপরাজিত আছেন ৬১ রানে। আর বিজয় ৩৮ রান নিয়ে খেলছেন। বাংলাদেশ এখন ১২২ রানে পিছিয়ে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। সফরকারীদের প্রত্যাশা ছিল, শেষ উইকেটে আরও কিছু রান যোগ করার।

তবে ক্রেইগ আরবিনের দলকে নতুন দিনে কোনো রান করতে দেয়নি বাংলাদেশ। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারানিকে আউট করেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। প্রথম আউট দিতে না চাইলেও বাংলাদেশী ফিল্ডারদের কড়া আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। অর্থাৎ প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হতে হলো জিম্বাবুয়েকে।

৬০ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটিকে স্মরণীয় করেন তাইজুল। এটি বাঁহাতি স্পিনারের ১৬তম ফাইফার। এছাড়া নাঈম হাসান ২ ও তানজিম সাকিব নেন ১ উইকেট।