বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় আন্তনগর চিত্রা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৪৬০ যাত্রীকে জরিমানা করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত খুলনা-ঢাকা, ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস ও রাজশাহী-ঢাকা, ঢাকা-রাজশাহী রেল রুটে পদ্মা এক্সপ্রেস ট্রেন চেকিং চালিয়ে ভাড়াসহ ৮৩ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় হয়।
এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রা এক্সেপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সেপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৫ হাজার ৫৮০ টাকা ও জরিমানা ২৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।
তিনি জানান, স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করলে অনেক যাত্রী টিকিট দেখাতে না পারায় জরিমানা করা হয়। এছাড়া ভবঘুরেদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই রেল কর্মকর্তা।
ইতিহাস মালা কন্টাক্টর গার্ড রেলওয়ে পুলিশদের (জিআরপি) সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম রেলওয়ের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম, রেলের টিটিই এস আর আই মো. আব্দুল মাবুদ, জুনিয়র টিটি মো. বরকতুল্লাহ আলা আমিন, জুনিয়র টিটি মো. আব্দুল আলিম বিশ্বাস।
–ইউএনবি
আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন