বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটে এই পদে নির্বাচিত হন। গত মে মাসে ভারপ্রাপ্তভাবে দায়িত্ব নেওয়ার পর এবার তিন বছরের পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হলেন তিনি।
একইভাবে সহসভাপতি (এক) পদে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগের পরিচালক শাখাওয়াত হোসেন। তিনি বিসিবি সভাপতির (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পেশায় তিনি পর্যটন খাতের একজন বিশেষজ্ঞ।
সহসভাপতি (দুই) পদে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। গত বছর আগস্টে তিনি বিসিবির সভাপতি হয়েছিলেন, তবে চলতি বছরের মে মাসে দায়িত্ব হারান। অনেকের ধারণা ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম সহসভাপতি হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত শাখাওয়াতের নামটি এসেছে চমক হিসেবে।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটা পর্যন্ত ভোট চলে। এরপর নির্বাচন কমিশন পরিচালক, সভাপতি ও সহসভাপতি পদের ফলাফল ঘোষণা করে।
এই নির্বাচনে ২৫ জন পরিচালক সভাপতি ও সহসভাপতি পদের জন্য ভোট দেন। সভাপতি পদে বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে এবং ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মোট ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
বিসিবির নবনির্বাচিত পরিচালকবৃন্দ:
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ):
নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা), আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর (চট্টগ্রাম), আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান (খুলনা), শাখাওয়াত হোসেন (বরিশাল), রাহাত শামস (সিলেট), মোখলেসুর রহমান (রাজশাহী) ও হাসানুজ্জামান (রংপুর)।
ক্যাটাগরি–২ (ক্লাব):
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান):
খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার)।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রতিনিধি:
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
এনএনবাংলা/
আরও পড়ুন
নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস
পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, নিহত ১১
শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা