August 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 3rd, 2025, 6:33 pm

বিনা মূল্যে মানসিক স্বাস্থ্য সেবা পাবেন বেগম রোকেয়ার শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি

 

প্রতি বুধবার মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।

রোববার (০৩ আগস্ট) বিকেলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৮/২০২৫ খ্রিঃ (বুধবার) তারিখ থেকে প্রতি সপ্তাহে বুধবার (সরকারী ছুটি ও বিশ্ববিদ্যালয় ছুটি ব্যতীত) বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত খণ্ডকালীন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে ডা. খন্দকার আনজুমানারা বেগম (শীলা), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করবেন। চিকিৎসা সেবা গ্রহণের জন্য বুধবারের পূর্ববর্তীসময়ে শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারের চিকিৎসকদের নিকট মেডিকেল কার্ডে রেফারেলসহ সিরিয়াল গ্রহণ করতে হবে। সিরিয়াল ব্যতীত বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব নয়। যে কোন প্রয়োজন ও তথ্যের জন্য মেডিকেল সেন্টারের অফিস প্রধানের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দ্রুত সময়ের মধ্যে মেডিসিন, চর্ম রোগ, গাইনী খণ্ডকালীন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানে যুক্ত হবেন।

 

 

গাজী আজম হোসেন