January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 23rd, 2021, 7:55 pm

বিপদে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক :

কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ম্যাচের প্রথম দিন পায়ে ক্র্যাম্পে টান পড়ায় আহত অবসর হয়ে ব্যক্তিগত ৭৬ রানে তিনি মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে যাবার পর গতকাল তৃতীয় দিনে মাঠে নেমেই ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ২০০৯ সালে টেস্ট অভিষেক হওয়া ফাওয়াদ। ফাওয়াদের অপরাজিত ১২৪ রানের সুবাদে ৯ উইকেটে ৩০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে দিন শেষে খেলতে নেমে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে তারা। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ২৬৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। প্রথম দিন ২ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক বাবর আজমকে নিয়ে দলকে বিপদমুক্ত করেন ফাওয়াদ। তৃতীয় উইকেটে দুজনে ১৫৮ রান যোগ করেছিলেন। দিন শেষে ৪ উইকেটে ২১২ রান করেছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২২ ও ফাহিম আশরাফ ২৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন বেশি দূর যেতে পারেনি রিজওয়ান ও ফাহিম। রিজওয়ান ৩১ ও ফাহিম ২৬ রান করে ফিরেন। তবে টেল-এন্ডারদের নিয়ে দারুন লড়াই করেন ফাওয়াদ। ১৮৬তম বলে তিনি সেঞ্চুরি পূরণ করেন। টেল-এন্ডাররা আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ফাওয়াদ। ২১৩ বলে ১৭টি চারে তার সংগ্রহ ১২৪* রান। উইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও জেইডেন সিলেস ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট হাতে নেমে ৯ রানে দুই ওপেনার হারিয়ে মহাবিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুজনকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ক্রেইগ ব্রাথওয়েট ৪ ও কাইরেন পাওয়েল ৫ রান করে ফিরেন। চার নম্বরে নামা রোস্টন চেজকে শিকার করেন ফাহিম আশরাফ। ১০ রান করেন তিনি। এনক্রুমার বোনার ১৮ ও আলজারি জোসেফ শূন্য রানে অপরাজিত আছেন।