অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহারও দিয়েছেন। এদিকে কিছুদিন আগে ‘সত্যনারায়ণ কি কথা’ কথা নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সমীর বিদ্বানস। শোনা যাচ্ছিল, এই সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। তবে শেষ পর্যন্ত নাকি শ্রদ্ধাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তার পরিবর্তে কিয়ারা আদভানিকে নিচ্ছেন তারা। কারণ সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা। কিন্তু তার সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’র জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে, এই সিনেমার জন্য মাত্র ৩ কোটি রুপি নিচ্ছেন কিয়ারা। সবকিছু ঠিক থাকলে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার পর দ্বিতীয়বার জুটি বাঁধবেন কার্তিক-কিয়ারা। লাভ রঞ্জনের একটি সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম