December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 25th, 2023, 7:51 pm

বিপিএলের দশম আসরে দল পেলেন না যারা

অনলাইন ডেস্ক :

গত রোববার হয়ে গেল বিপিএলের দশম আসরের (২০২৪) প্লেয়ার্স ড্রাফট। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সেই প্লেয়ার্স ড্রাফটে অনেকেরই কপাল পুড়েছে। দল পাননি অনেকেই। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম হলো মুমিনুল হক ও সাব্বির রহমান। কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলামদেরও। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক টেস্ট স্পেশালিস্ট হিসেবেই পরিচিত।

ব্যাটিংও করেন টেস্টের আদলে ধীরে-সুস্থে। মারকাটারি টি-টোয়েন্টিতে তার মতো ধীরগতির ব্যাটসম্যানের কদর থাকবে কেন? বিপিএলের গত আসরেও তাই খেলা হয়নি তার। ছিলেন অবিক্রীত। সেই ধারাবাহিকতায় এবারও দল পেলেন না তিনি। তবে গত বছর খেলা সাব্বির রহমানকে এবার কোনো দলই নেয়নি। আরও অনেকেরই বিপিএলে খেলার স্বপ্ন চুরমার হয়েছে ড্রাফটে অবিক্রীত থাকায়। দেখে নেওয়া যাক কে কে দল পাননি।

দল পাননি যারা: সাব্বির রহমান, মুমিনুল হক, সৈয়দ খালেদ আহমেদ, মুনিম শাহরিয়ার, আবু জায়েদ রাহি, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ রেজা, অলোক কাপালি, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, মার্শাল আইয়ুব, মুক্তার আলী, মেহেদী হাসান রানা, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, শামসুর রহমান, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম ও রবিউল হক।