January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 29th, 2023, 8:23 pm

বিপিএলের মাঝপথে দেশে ফিরলেন ওয়াহাব রিয়াজ

অনলাইন ডেস্ক :

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। বিপিএলের খেলা অবস্থায় পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব। আর ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্যই চলমান বিপিএলের মাঝপথে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়লেন পাকিস্তানের এই পেসার। বাংলাদেশ ছাড়ার আগে টিমমেট তামিম ইকবাল ও খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াহাব রিয়াজ। গত শনিবার বাংলাদেশ ছাড়ার আগে খুলনা টাইগার্সকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।’ চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দারুণ বোলিং করেছেন ওয়াহাব রিয়াজ। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।