January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 8:17 pm

বিপিএলে ডিআরএস’র পরিবর্তে এডিআরএস

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হতে বাকি আর মাত্র তিনদিন। এবারের আসরের শুরু থেকেই ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) পরিবর্তে অতিরিক্ত ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) ব্যবহার করা হবে। সাত দলের অংশগ্রহণে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ডিআরএসের পরিবর্তে ব্যবহার করাএডিআরএস মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি বিশ্বস্ত সিস্টেম। যেহেতু এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই’র মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছেনা তাই বিপিএল গভর্নিং কাউন্সিল আগের আসরগুলোর মতো এবারও ডিআরএস আনতে পারেনি। কমিটির বৈঠক শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের জানান, ‘এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছেনা।। সাধারণত ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। হক-আই আনা হলে আগের থেকেই তাদের নিশ্চিত করতে হবে।’ গত আসরে শেষ চার ম্যাচে ডিআরএস ব্যবহার করা হয়েছিল। এবারের আসরের কোয়ালিফাইয়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো নক আউট ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন মল্লিক। তিনি বলেন, ‘আমরা এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচের মতো নক আউটের সব ম্যাচেই ডিআরএস ব্যবহার করতে পারবো। কারণ ঐ সময় সকল প্রযুক্তি পাওয়া যাবে।’ ডিআরএসের মতো প্রযুক্তির অভাবে গতবার সমস্যায় পড়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলো তারাই। এবারও ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘এটি এত বড় টুর্নামেন্ট, যদি কোন ডিআরএস না থাকে তবে আমরা হতাশ হবো। একটি সিদ্ধান্তে আপনাকে পুরো টুর্নামেন্টে খেসারত দিতে হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় ছিল এবং বোর্ডের কাছেও প্রচুর অর্থ আছে। আমি মনে করি এই টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত।’