December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 6:52 pm

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি, নেই ফরচুন বরিশাল

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি সূত্রে জানা গেছে, এর মধ্যে আগের চারটি পুরনো ফ্র্যাঞ্চাইজি আবারও অংশ নিতে চায়, তবে আশ্চর্যজনকভাবে এবার আগ্রহ দেখায়নি বিপিএলের সফলতম দল ফরচুন বরিশাল।

পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, মাইন্ড ট্রি–খুলনা টাইগার্স, হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস এবং সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস (চিটাগং কিংস নামে) দরপত্র জমা দিয়েছে।

নতুন ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ রাজশাহীতে। সেখানে দুটি প্রতিষ্ঠান দল নিতে চায়— নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস (রাজশাহী কিংস নামে)।
বরিশাল থেকে নতুনভাবে দল নিতে আগ্রহ জানিয়েছে আকাশবাড়ী হলিডেজ। সিলেটের প্রতিনিধি হতে চায় জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি (সিলেট স্ট্রাইকার্স নামে)।

এছাড়া এসএস গ্রুপ কুমিল্লা থেকে কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। আর বাংলা মার্ক নামের একটি প্রতিষ্ঠান নোয়াখালী থেকে দল নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

এনএনবাংলা/