January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 13th, 2024, 8:29 pm

বিপিএলে সেরা পাঁচ ইনিংস

অনলাইন ডেস্ক :

কুড়ি ওভারের সংস্করণে আড়াইশ চাপিয়ে তিনশ ঊর্ধ্ব রানের ঘটনা আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৩৯ রান। ষষ্ঠ আসরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহ করে। অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর সেঞ্চুরিতে ইতিহাস গড়ে রংপুর। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। কখনোবা ছোঁয়ার জন্যও। চার সংস্করণ পেরিয়ে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি স্পর্শ হয়েছে এবার। দশম আসরের ২৯তম ম্যাচটি আরেকবার পুরোনোকে সামনে আনল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তিন উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উইল জ্যাকস-লিটন দাস এবং মঈন আলীর তান্ডেবে বিশাল সংগ্রহ পায় দল। আর ফলাফলও তাদেরই পক্ষে যায়। সময়-প্রেক্ষাপট ভিন্ন। যদিও মাঠ এবং প্রতিপক্ষ অভিন্ন। নামের তারতম্য থাকলেও বন্দরনগরীর দল দুবারই লজ্জার সাক্ষী। গতবার চট্টগ্রামের দলের বিপক্ষে রংপুর রাইডার্স ৭২ রান জিতেছিল এবার ৭৩ রানে জিতলো কুমিল্লা। বিপিএলে যুগ্মভাবে এই দুই দল সর্বোচ্চ রান স্কোরার। দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

সপ্তম সংস্করণে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে ২৩৮ রান তুলেছিল দলটি। তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ ফরচুন বরিশালের। ২০২৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ২৩৮ রান করেছিল বরিশালের দল। জয় পেয়েছিল ৬৭ রানে। চতুর্থ সংগ্রহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ২০২৯ সালে খুলনা টাইটান্সের বিপক্ষে ২৩৭ রান তুলেছিল তারা। জিতেছিল ৮০ রানে।