রংপুর অধিনায়ক নুরুলের সঙ্গে আকিফ
অনলাইন ডেস্ক:
এবার বিপিএলের অন্যতম সেরা পারফর্মার তিনি। ১১ ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮৯ করে। রংপুর রাইডার্সে খেলা আকিফ জাভেদ বোলিং করেছেন ম্যাচের সবচেয়ে কঠিন সময়গুলোতে। বিপিএলের এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেলেন আকিফ।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি পেসার। আকিফ দলে ঢুকেছেন পাকিস্তান পেসার হারিস রউফ চোট পাওয়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন হারিস।
চিকিৎসকেরা হারিসকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আশা করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির আগেই সুস্থ হয়ে উঠবেন। পাকিস্তানের সবচেয়ে দ্রুতগতির বোলারের বিশ্রামে কপাল খুলেছে আকিফের।
জাতীয় দলে প্রথমবার ডাক পেলেও আকিফ পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। তাঁর প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে অভিষেক ২০১৯ সালে। প্রথম শ্রেণিতে ২৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৫২টি।
লিস্ট এ ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। ৩০ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৩টি। পিএসএলে ৩টি মৌসুমে খেলেছেন। তবে চোখে পড়ার কিছু করতে পারেননি, সব মিলিয়ে নিয়েছেন ১৮ উইকেট।
বিপিএলে ২০ উইকেট নিয়েছেন আকিফ
আকিফ আলোচনাতে এসেছেন মূলত এবারের বিপিএল দিয়ে। ধারাবাহিকভাবে এবারের বিপিএলে পারফর্ম করেছেন এই পেসার। বিশেষ করে উইকেট থেকে যেভাবে তিনি বাউন্স আদায় করেছেন, তা ছিল দুর্দান্ত। আর বাঁহাতি হওয়ায় বাড়তি সুবিধা তো পানই! সব মিলিয়ে এবারের বিপিএল আকিফকে নতুন এক জীবনই দিয়েছে বলা যায়। শুধু আকিফ নন, খুশদিল শাহও বিপিএলের পারফরম্যান্স দিয়ে পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন। বাঁহাতি অলরাউন্ডার খুশদিল জায়গা পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে।
আরও পড়ুন
ভালো বন্ধু না থাকলে একা চলতে ভালো লাগে না : টুকু
খিলগাঁওয়ের গ্যারেজপট্টি এখন ধ্বংসস্তূপ, পুড়ে ছাই ২৪ গাড়ি
পাকিস্তান ম্যাচের ভারত একাদশ বাছাই করলেন সৌরভ