Thursday, December 25th, 2025, 4:05 pm

বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার

 

বিপিএল শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে হুট করেই চট্টগ্রাম রয়্যালসের ফ্রাঞ্চাইজি মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির মালিক আবদুল কাইয়ুম। আজ সকালে বিসিবির কাছে পাঠানো এক চিঠিতে ফ্রাঞ্চাইজি মালিকানা ছাড়ার ঘোষণা দেয় তারা।

চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম জানিয়েছে, ‘আমরা চট্টগ্রামের টিমটি চালাতে অপারগ।’

হঠাৎ করে একটি ফ্রাঞ্চাইজির মালিকের সরে যাওয়ার কারণে বিপিএলে বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে। কারণ, এই ফ্রাঞ্চাইজিটির মালিক সরে যাওয়ায় চট্টগ্রাম রয়্যালস পড়ে গেছে অনিশ্চয়তায়। উদ্বুত পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে বিসিবি।

এরই মধ্যে টুর্নামেন্টের ফরম্যাট তৈরি হয়ে গেছে। সূচি চূড়ান্ত হয়ে গেছে। এ মুহূর্তে একটি ফ্রাঞ্চাইজির সরে যাওয়া মানে পুরো বিপিএলের ফরম্যাট এলোমেলো হয়ে যাওয়া।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘যেহেতু বর্তমান পরিস্তিতিতে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি বাদ দেওয়া সম্ভব না। তাই বিসিবি তাৎক্ষণিকভাবে এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা গ্রহণ করেছে।’

শুধু মালিকানা গ্রহণ করাই নয়, চট্টগ্রাম রয়্যালসের পরিচালনা পর্ষদ এবং কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়েছে। ইফতেখার রহমান জানিয়েছেন, ‘বিসিবির পক্ষ থেকে হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। পুরো ফ্রাঞ্চাইজির অর্থনৈতিক কর্মকাণ্ড ও অন্যসব কিছু দেখভাল করার দায়-দায়িত্ব বিসিবি বহন কবে।’

চট্টগ্রাম রয়্যালসের কোচ হিসেবে প্রথমে ঘোষণা করা হয়েছিল মমিনুল হকের নাম। যিনি চট্টগ্রামের সন্তান ও ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের কোচ। পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্পের নাম ঘোষণা করে চট্টগ্রাম। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশে আসেননি তিনি।

উল্লেখ্য, ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব দেয় বিসিবি। শুরু থেকেই নেতিবাচক কারণে দলটির নাম আলোচনায় ছিল। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক না পাওয়ায় আসতে চাইছিলেন না। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি তারা। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও, তা দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

এনএনবাংলা/