December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 24th, 2024, 10:31 pm

বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করলে তা নাকচ করেন বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম বাবুলকে সাতদিন ও মুহিবুলকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান মর্মে আদালতের অনুমতি চান।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেপ্তার হন। মামলার নথি দায়রা আদালতে থাকায় আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিলো।

ঘটনার বিবরণে বলা হয়েছে, গত বছরের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়। ওই সমাবেশকে পণ্ড করার জন্য একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় হামলা চালায়। এতে নিহত হন যুবদল নেতা শামীম।

এ ঘটনায় হত্যার অভিযোগে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।