December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 11th, 2025, 6:33 pm

বিপুল উৎসাহে কালীগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুকবল, সকল শ্রেনী পেশার জনসাধারনদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, ম্যারাথন দৌড়, যুব সমাবেশ, বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড, ক্রিকেট খেলা, সাইক্লিং ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্ট নিয়ে এবারের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল হতে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের‘ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন -এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম দিনে সকাল সাতটায় ম্যারাথন দৌড় কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ হতে উপজেলা চত্বরে এসে শেষ হয়। দুপুরে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড, বিকেলে সাইক্লিং উপজেলা চত্বর হতে শুরু হয়ে দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন সেতু হয়ে প্রায় ৬কি.মি. সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। সাইক্লিং কালীগঞ্জের ইতিহাসে এবারেই প্রথম। রাস্তার দু’পাশে হাজার হাজার উৎসুক নারী,পুরুষ, কিশোর কিশোরী বিপুল উৎসাহ ও উদ্ধিপনার মধ্য দিয়ে উপভোগ করেন।