প্যানোরামা প্রামাণ্যচিত্রে বক্তব্য সম্পাদনার অভিযোগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার (প্রায় ৩.৭ বিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার একটি আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, মানহানির পাশাপাশি বিবিসির বিরুদ্ধে বাণিজ্যিক আচরণসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া একটি ভাষণ বিবিসির প্যানোরামা প্রামাণ্যচিত্রে ব্যবহার করা হয়। সেখানে বক্তব্যের কিছু অংশ সম্পাদনার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা থেকে সরাসরি সহিংসতার আহ্বান দেওয়া হয়েছে বলে মনে হয়। ট্রাম্পের দাবি, এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ওই ভাষণে সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হাঁটব, এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান ও কংগ্রেসউইমেনদের উৎসাহ দেব।’
প্রায় ৫০ মিনিট পর তিনি আরও বলেন,‘আর আমরা লড়ব। আমরা মরিয়া হয়ে লড়ব।’
তবে প্যানোরামার প্রামাণ্যচিত্রে ভাষণের মাঝের অংশ বাদ দিয়ে ক্লিপটি এমনভাবে দেখানো হয়— ‘আমরা ক্যাপিটলের দিকে হাঁটব… এবং আমি তোমাদের সঙ্গে থাকব। আর আমরা লড়ব। আমরা মরিয়া হয়ে লড়ব।’
বিবিসি স্বীকার করেছে, বক্তব্যের মাঝখানের অংশ সম্পাদনার কারণে এমন ধারণা তৈরি হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন, যা একটি ভুল বার্তা দেয়।
এ ঘটনার জেরে সমালোচনার মুখে গত মাসে বিবিসির মহাপরিচালক (ডিজি) টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। পরে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে। গণমাধ্যমটির ভাষ্য, এখানে মানহানির কোনো ‘আইনগত বা যৌক্তিক ভিত্তি’ নেই।
অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলকভাবে তাঁর ভাষণ বিকৃত করে উপস্থাপন করেছে।
এ বিষয়ে এখনো পর্যন্ত বিবিসির পক্ষ থেকে কোনো নতুন বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এনএনবাংলা/

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
ডেভিল হান্টে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রলয় চাকী আটক
সিডনির বন্ডাই বিচ ট্র্যাজেডি: হামলাকারী ভারতের নাগরিক