November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 21st, 2025, 11:33 pm

বিবিসি বাংলার খবর: নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র

 

বাংলাদেশে শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে, তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়।

আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এটি। এর আগে সিলেট, নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে এবার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার আরো কাছে নরসিংদীতে।

ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন, এর আগে ঢাকার এতো কাছে এমন শক্তিশালী মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলছেন, বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি সোর্স আছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট ও আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে।

তিনি জানান, নোয়াখালী থেকে সিলেট, এ অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী। এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া অস্বাভাবিক নয় বলেও মনে করেন তিনি।

এনএনবাংলা/