দেশের আটটি বিভাগে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
চলতি বছর বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি সিটের বিপরীতে ১ লাখ ২২ হাজার ১৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
সাড়ে ১১টার দিকে, ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা গ্রহণে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
—–ইউএনবি
আরও পড়ুন
সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ডেঙ্গুতে হাজারের বেশি আক্রান্ত, একজনের মৃত্যু
বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী