হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ইসলামের অপব্যাখ্যা ও অপব্যবহারের মাধ্যমে জমায়াত ইসলামীসহ কয়েকটি দল জনগণকে বিভ্রান্ত করছে। এ কারণে দেশের অনেক শীর্ষ আলেম ও ওস্তাদ জামায়াত কে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
আজ শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামকে অপব্যবহার করে রাজনীতি করা এসব দলের প্রোজেক্ট। তাদের সুস্পষ্ট রাজনৈতিক দর্শন ও কর্মসূচি নেই বলেই ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করছে। সম্প্রতি এরা আন্দোলনের নামে মাঠ গরম করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালিয়েছিল। তা ব্যর্থ হওয়ার পর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত, বিতর্কিত , দিকভ্রান্ত সাবেক মেজর আক্তারুজ্জামান কে দলে ভেড়ানোর মাধ্যমে তারা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। বিতর্কিত একজন মুক্তিযোদ্ধাকে দলে নিলেই স্বাধীনতাবিরোধী পরিচয় মুছে যায় না। ওই ব্যক্তি অতীতে প্রকাশ্যে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে উল্লেখ করেছিলেন, অথচ বর্তমানে নিজেই সেই দলে যোগ দিয়েছেন যা রাজনৈতিক অবস্থানের অসঙ্গতি ও অনৈতিকতা প্রকাশ করে।
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, তবে ধর্মীয় মূল্যবোধ, ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইসলামের রীতি, নীতি ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে কাজ করবে দলটি।
ধর্ম মানুষের নৈতিকতা বলেন, বিভাজন নয়। রাজনীতিতে ধর্মের অপব্যবহার সমাজে বিভেদ সৃষ্টি করে। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার ও কল্যাণের জন্য। তাই একটি ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের স্বার্থে ধর্মভিত্তিক রাজনীতি পরিহার করতে হবে । ধর্ম নয়, মানবতা হোক রাজনীতির ভিত্তি।
রাজনীতি হোক অধিকার ও উন্নয়নের, ধর্মের নয়।
বিশ্বাস ব্যক্তিগত, রাষ্ট্র সবার।
তিনি আরো বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সরকারি কোষাগার থেকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতনের একটি অংশ প্রদান এবং তাদের জন্য আইনগতভাবে বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। ইসলাম ধর্ম বিরোধী কোনো আইন বা পদক্ষেপ বিএনপি করবে না , ইসলাম বিরোধী কোনো আইন থাকলে তা বাতিলের উদ্যোগ নেয়া হবে বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।
পরিচিতি সভায় বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষায় ওলামা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলকে আরও সুসংগঠিত করে বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরিচিতি সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
হালুয়াঘাট উপজেলা ওলামা দলের নব গঠিত কমিটির আহবায়ক মওলানা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সচিব মাওলানা জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা শামীম হোসাইন, মাওলানা আকরাম হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গোলাম মান্নান, মাওলানা আবু সাঈদ আহমেদ, হাফেজ মোহাম্মদ আবদুল মালেক, হাফেজ মো. আব্দুল জলিল, মোহাম্মদ আবু বকর সিদ্দিক চান মিয়া, হাফেজ মাওলানা আল আমিন, হাফেজ মো. আব্দুল হান্নান, মাওলানা এরশাদ আলী, মাওলানা আব্দুল বাতেন, মৌলভী মো. জাকারিয়া, মাওলানা মো. সাইদুল ইসলাম।

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত