বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক করতে বিশ্বমানের যাত্রী ও কার্গো সেবা প্রদানে কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,দক্ষ গ্রাউন্ড হ্যান্ডলিং সিস্টেমের জন্য আমরা একটি পৃথক ইউনিট তৈরি করতে চাই। এই জন্য প্রশিক্ষণ ও জনবল প্রয়োজন।
তিনি বলেন,যত তাড়াতাড়ি সম্ভব পৃথক ইউনিট তৈরি করা প্রয়োজন যাতে সরকার উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করতে উপযুক্ত জনবল সরবরাহ করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন,তিনি চান বিমান আন্তর্জাতিকভাবে নিজস্ব প্লেন দিয়ে কার্গো সার্ভিস পরিচালনা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন,কমপক্ষে দুটি কার্গো প্লেন ক্রয় জরুরিভাবে প্রয়োজন,আমি মনে করি সঠিকভাবে উদ্যোগ নিলে এটি করা সম্ভব হবে এবং বিমানের কার্গো সার্ভিস অব্যাহত থাকলে আরও লাভজনক হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্গো সার্ভিস যোগাযোগ স্থাপন জরুরি ভিত্তিতে প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন,কার্গো হ্যান্ডলিং ও ফ্লাইট হ্যান্ডলিং আন্তর্জাতিক মানের হবে।
এ সময় তিনি শুল্ক ব্যবস্থার সম্পূর্ণ ডিজিটালাইজেশনের উপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন,প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ঝামেলার সম্মুখীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা
জনসমর্থনে ব্যবধান ১.১ শতাংশ, বিএনপি ৩৪.৭ ও জামায়াত ৩৩.৬ শতাংশ
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি