October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 12:16 am

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নিহত হয়নি কেউ: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

 

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি নিশ্চিত করেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মহাপরিচালক বলেন, “দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তখনই বিমানবন্দরের এভিয়েশন ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এখন পর্যন্ত মোট ৩৭টি ইউনিট এ ঘটনায় অংশ নেয়। আমাদের জানা মতে, কোনো প্রাণহানির খবর নেই।”

তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। “বর্তমানে আমরা নির্বাপণের কাজ করছি। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই,” বলেন তিনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও জানান, এ ঘটনায় তাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। এছাড়া আনসারের কয়েকজন সদস্যও প্রাথমিকভাবে আহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে তা এখনো নিশ্চিত নয়।

আগুন লাগার স্থান সম্পর্কে তিনি বলেন, “এটি মূলত আমদানি কার্গো রাখার জায়গা, প্রায় ৪০০ গজ বাই ৪০০ গজ এলাকার মধ্যে খোলা ও বদ্ধ উভয় জায়গায় বিভিন্ন মালামাল সংরক্ষিত ছিল। আমরা সেসব জায়গাতেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি।”

আগুনের সূত্রপাত বিষয়ে তিনি বলেন, “এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্তের মাধ্যমে কারণ জানা যাবে।”

আগুন নেভাতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি জানান, “প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। খোলা জায়গা হওয়ায় বাতাস অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দিয়েছিল, ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং উপরে ধোঁয়া উঠতে থাকে।”

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, “আমরা একদিকে আগুন নিভিয়েছি, অন্যদিকে মালামাল বের করার সুযোগ তৈরি করেছি। কিছু জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”

আগুন পুরোপুরি নির্বাপণে আর কত সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, “আগুন এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। আধা ঘণ্টার বেশি সময় লাগবে না বলে আশা করছি।”

এর আগে দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এনএনবাংলা/