যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গ্রেফতার হয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু।
সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র আত্মগোপনে চলে যান। যুক্তরাষ্ট্র থেকে সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে নাগরপুর থানায় খবর দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে পাঁচদিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠান।
তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
গোপন তৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু
তারেক রহমানের চরিত্রহননের দুঃসাহস দেখিয়েছে একটি মহল: ফখরুল
আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি