নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘটনার প্রতিক্রিয়া জানান তিনি।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও এ ধরনের হামলা চালিয়েছে। আমাদের উপদেষ্টারা যখন বিদেশ সফরে আসেন, তখনও তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। দেশে তো আমরা নিয়মিতই আওয়ামী লীগের টার্গেটে থাকি। তবে এসব ঘটনায় আমরা ভয় পাই না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শুধু বাংলাদেশেই সন্ত্রাস চালায় না, বিদেশেও তারা একই প্রবণতা দেখাচ্ছে। তবে বাংলাদেশি জনগণ সবসময় সাহসিকতার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেনি। ভবিষ্যতেও জনগণ ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ আর কখনো দেশে সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে পারবে না।
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ফেসবুকে লেখেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে সংঘটিত হয়েছে। কারণ তিনি এমন এক দলকে প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।”
এর আগে, মঙ্গলবার দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। কিছুটা বিলম্বে বাইরে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির কয়েকজন কর্মী তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। হঠাৎ করেই আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তাসনিম জারাকেও তারা অশালীন ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে আখতার হোসেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান তোলেন। পরে পুলিশের সহায়তায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
বিশ্ব ডাক দিবস আজ