সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে বিমানের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইটটি বিলম্বিত হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প ব্যবস্থায় তাদের পরবর্তীতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির। যাত্রী বোর্ডিং চলাকালীন সময়ে বিমানটি বোর্ডিং ব্রিজে আঘাত হানলে এর একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা দ্রুত বিমানের প্রযুক্তিগত অবস্থা পরিদর্শন শুরু করেছেন। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে বিমানটি উড্ডয়নের উপযোগী কি না তা নির্ধারণ করা হবে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজও প্রয়োজন অনুযায়ী সম্পন্ন করা হবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরই উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বিকেল আড়াইটায় বিকল্প একটি বিমানে যাত্রীরা সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি, হাসপাতালে ৯৬৪ জন
আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’! বাতিল হলো ১২৮ জনের গেজেট
ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি