দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।
বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন। এরপর দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
পরে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা পরিয়ে জামাতাকে বরণ করে নেন। নাতনি জাইমা রহমানকে আদর করতেও দেখা যায় তাঁকে। এ সময় তারেক রহমান কিছুক্ষণ তাঁর পাশে বসে থাকেন।
এরপর বেলা ১২টা ২০ মিনিটে তারেক রহমান তাঁর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে সাদা রঙের একটি জিপ গাড়িতে ওঠেন। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বেলা ১২টা ৩২ মিনিটে লাল-সবুজ রঙের একটি বুলেটপ্রুফ বাসে ওঠেন তিনি।
দুই মিনিট পরই বাসটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা শুরু করে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুরো পথজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের